পরীক্ষা চলমান রাখার দাবি শিক্ষার্থীদের
করোনাকালীন সময়ে সেশনজটের হাত থেকে মুক্তি পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা চলমান রাখার দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের বয়স এমনিতেই বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ইয়ার লসে আমাদের আরও ক্ষতি হবে। এছাড়া বাণিজ্যমেলা চলতে পারলে আমাদের পরীক্ষা কেন নেওয়া হবে না। করোনার অযুহাতে বারবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে। তাতে বেশিরভাগ ক্ষতির সম্মুখিন হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যখনই কোনো পরীক্ষা চলমান থাকে, ঠিক তখনই করোনার অযুহাতে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। সরকার অন্তত আমাদের চলমান পরীক্ষা নিয়ে ভাবা উচিত।
সিদ্বেশরী কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী উৎপল মজুমদার বলেন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের পরীক্ষা বন্ধ করে দিয়েছে। তিনটি পরীক্ষা বাকি রয়েছে। এই তিন পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আসা নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাহিয়ান বিন নিরব বলেন, ২০২০ সালে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন ২০২২ চলে। আমাদের আর মাত্র ৩টা পরীক্ষা বাকি। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা অনেক পিছিয়ে গিয়েছি। এবারও যখন মোটামুটি পরীক্ষা শেষের পথে, ঠিক সে সময় আমাদের চলমান পরীক্ষা বন্ধ করে দিয়েছে। আমরা চাই আমাদের চলমান পরীক্ষা চলুক, সেটা অনলাইন, অফলাইন যেভাবেই হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী দীপ্ত দাস, আল আমিন, কাজী সাচ্চি, এস আই সুজন, সাইফুল ইসলাম, জীবন ইসলাম, রমিজা, শাহীদ খন্দকার প্রমুখ।
এমএইচএন/জেডএস