তাপমাত্রা আরও কমতে পারে, বৃষ্টির আশঙ্কা
আগামী কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কমতে পারে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস, বাড়তে পারে শীতের তীব্রতা।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
চট্টগ্রামে সর্বোচ্চ ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ১৫ ও সর্বনিম্ন ১৩.৫; রাজশাহীতে সর্বোচ্চ ২৪, সর্বনিম্ন ১৩.৭; ময়মনসিংহে সর্বোচ্চ ২৩.২, সর্বনিম্ন ১৩.৮; রংপুরে সর্বোচ্চ ২২.৭, সর্বনিম্ন ১৩.৪; খুলনায় সর্বোচ্চ ২১.৫, সর্বনিম্ন ১৪.৮; বরিশালে সর্বোচ্চ ২২, সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডকরা হয়েছে।
এর মধ্যে আজ রোববার বিকেল পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রোববার (২৩ জানুয়ারি) বিকেলে আবহাওয়া অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী কয়েকদিন আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। এছাড়া সকাল থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। বৃষ্টিপাত হলে তাপমাত্রা আরও কমে যাবে এবং শীত আরও তীব্র আকার ধারণ করবে।
এমএসি/এইচকে/জেএস