রাজধানীর শ্যামলী এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী এলাকা থেকে পিকআপ ভ্যান যোগে গাঁজার একটি চালান রাজধানীর দিকে নিয়ে আসছে মাদক কারবারিরা। 

এ খবরের ভিত্তিতে শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে র‌্যাব-২ এর একটি দল রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের শ্যামলী এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করতে থাকে।

তারপর সকাল পৌনে ১০টার দিকে একটি পিকআপ ভ্যান চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেয় র‌্যাব সদস্যরা। টের পেয়ে গাড়ি থামিয়ে পালানোর সময় ওই চার মাদক কারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন, শীবু চন্দ্র বর্মন (৩২), আকরাম হোসেন (২৯), আনোয়ার হোসেন (২৩) ও জুনায়েদ (২২)। আটক জুনায়েদের বাড়ি ময়ময়সিংহে। বাকি সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। জিজ্ঞাসাবাদে এবং গাড়ি তল্লাশি করে সেখানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

প্রাথমিক অনুসন্ধান ও আটকদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে এএসপি মো. ফজলুল হক বলেন, আটকরা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কাঁচামাল পরিবহনের আড়ালে গাঁজা বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীসহ দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। 

উল্লেখ্য, আটক শীবু চন্দ্র বর্মন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

জেইউ/আইএসএইচ