প্রেসের মেশিনে আটকে গেল কর্মচারীর হাত, উদ্ধারে ফায়ার সার্ভিস

রাজধানীর একটি প্রেসে কাজ করার সময় মেশিনে হাত আটকে গেছে এক কর্মচারীর। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নয়া পল্টন মসজিদ গলির ১১১ নম্বর ভবনের একটি প্রেসে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি জানান, আহত ব্যক্তির নাম মো. শফিক (২২)। প্রেসে কাজ করার সময় তার হাত মেশিনে আটকে যায়। খবর পেয়ে সার্ভিসের ১টি ইউনিট ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তার অবস্থা মুমূর্ষু। 

এআর/এসকেডি