মোমেন-মিলার বৈঠকে মানবাধিকার ও আইনের শাসনে জোর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বৈঠক করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মানবাধিকার ও আইনের শাসনসহ বিভিন্ন বিষয় তাদের আলোচনায় উঠে এসেছে। বুধবার মিলার এক টুইটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি জানান।
বিজ্ঞাপন
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠকে আমরা যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব, মানবাধিকার ও আইনের শাসনে গুরত্বসহ উন্নয়নে সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপত্তা, রোহিঙ্গা সংকটের বৈশ্বিক চ্যালেঞ্জ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেছি।
তিনি বলেন, চলতি বছর ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী। আগামী পঞ্চাশ বছর এবং তারপর আরও শক্তিশালী অংশীদারিত্বের জন্য আমার দারুণ আশাবাদ রয়েছে।
এনআই/আরএইচ