দৈনিক সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

হাবীবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে বুধবার (১৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন তিনি। এ সময় দুঃখ প্রকাশ করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক।

তিনি বলেন, খবরটা পেয়ে আমি খুবই মর্মাহত হয়েছি। আমাদের জন্য একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

হাবীবুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, সে একজন পেশাদার সাংবাদিক ছিলেন। আমাকে ফোন করতেন নিজের পেশাদারিত্বের জায়গা থেকে, কোনো ব্যক্তিগত কাজে না। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় দুর্ঘটনায় হাবীবুর রহমান নিহত হন।

পুলিশ জানায়, বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালে মসজিদের সামনে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবীবুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে।

এসএএ/এমএইচএস