ইউপিতে লোকবল চান ডিসিরা, আয় বাড়াতে বললেন মন্ত্রী
ইউনিয়ন পরিষদগুলোতে (ইউপি) আরও বেশি লোকবল নিয়োগের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। তবে এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরিষদের আয় বাড়ানোর কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ জন্য কিছু নির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিন একটি কার্য অধিবেশনে এ প্রস্তাব করেন ডিসিরা। এরই পরিপ্রেক্ষিতে আয় বাড়ানোর পরামর্শ দেন মন্ত্রী।
বিজ্ঞাপন
তাজুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আয় বাড়াতে হবে। তাদের সক্ষমতা বাড়াতে হবে। এখানে কথা এসেছে, ইউনিয়ন পরিষদে আরও লোকবল লাগবে। লোকবল দিতে হলে ইনকাম জেনারেট করতে হবে। ইনকাম জেনারেটের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা বলেছেন জানিয়ে মো. তাজুল ইসলাম বলেন, সেখানে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পৌরসভাকে শক্তিশালী করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করার জন্য সেখানে আলোচনা হয়েছে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু-কিছু সমস্যা আছে। সেখানে অবকাঠামো নির্মাণে স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ব্যয় হয়৷ সেগুলোতে আরও বেশি বরাদ্দের কথা বলা হয়েছে।
এসএইচআর/এসকেডি