মানবাধিকার লঙ্ঘন প্রতিকারে আইন করছে সরকার
মানবাধিকার লঙ্ঘন প্রতিকারে আইন করছে সরকার। এ লক্ষ্যে ‘বৈষম্য বিরোধী আইন, ২০২২’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেকগুলো আন্তর্জাতিক কনভেনশনের মাধ্যমে সারা বিশ্বে সব রকমের বৈষম্য নিরসন করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৈষম্য দূরীকরণের বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তারই আলোকে এ আইন নিয়ে আসা হয়েছে।
আইনের আলোকে মনিটরিং কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, কমিটি বিভিন্ন পর্যায়ে যেমন- জাতীয়, বিভাগীয় এবং জেলা বা যে পর্যায় পর্যন্ত সরকার চায়, সে পর্যন্ত হবে। কমিটি মনিটর করবে হিউম্যান রাইটসের কোনো ভায়েলেশন হচ্ছে কি না।
এছাড়া বৈঠকে ‘বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজসম্পদ করপোরেশন আইন, ২০২১’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, ১৯৮৬ সালের অধ্যাদেশ দিয়ে এতদিন এগুলো চলছিল। সামরিক শাসনামলে প্রণীত অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের বাধ্যবাধকতা থাকায় এটিকে আইনে রূপান্তর করা হচ্ছে।
এসএইচআর/আরএইচ