নারায়ণগঞ্জের নির্বাচন ইভিএমে শান্তিপূর্ণভাবে হয়েছে : তাজুল
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন ইভিএমে শান্তিপূর্ণভাবে হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তার দফতরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, নারায়ণগঞ্জের নির্বাচন ইভিএমে শান্তিপূর্ণভাবে হয়েছে। স্বাভাবিকভাবে ইভিএমে সারা পৃথিবী শিফট করছে। কারণ ফেইক ভোট যাতে না পড়ে। ইউনিয়ন পরিষদের নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে।
যেকোনো নতুন পদ্ধতি কিছুটা চ্যালেঞ্জিং হয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সব জায়গায় ইভিএমে নির্বাচন প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, যেকোনো নতুন পদ্ধতি কিছুটা চ্যালেঞ্জিং হয়। এখন সেজন্য ইচ্ছা করলেই সরকার দেশে একসঙ্গে ইভিএম আরম্ভ করতে পারবে না। এটা এডোপটেশনের জন্য সময় লাগে। যিনি টেকনোলজি অপারেট করবেন এবং যিনি ইউজ করবেন, সেখানে ইউজারের সমস্যা থাকতে পারে। যারা অপারেটর করছেন তাদেরও টেকনিক্যাল যেসব চ্যালেঞ্জ আছে, সেসব জেনে পারফেকশনে আসবে। এগুলো খুব বেশি আলোচনার বিষয় না।
তিনি আরও বলেন, পৃথিবীর সব দেশেই এ সমস্যা আছে। আমেরিকায় ইলেকশন, ভারতের ইলেকশনেও কিছু কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সারা বাংলাদেশে ইভিএম দিয়ে নির্বাচন করা খুব বেশি তাড়াহুড়া হয়ে যাবে। আস্তে আস্তে আমাদের অরিয়েন্টেড হতে হবে।
এসএইচআর/জেডএস