ইউপি নির্বাচন : হামলা-ভাঙচুরে উত্তপ্ত দোহার-নবাবগঞ্জ
আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১৯টি ইউপিতে ভোট হবে। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পরিবেশ। নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের গাড়ি ভাঙচুর, কর্মীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে দোহার ও নবাবগঞ্জে।
প্রতীক নিতে এসে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পলাশ চৌধুরীর নেতাকর্মীর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রিপন মোল্লা। দোহারের নয়াবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নানের ওপর নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুণের নেতাকর্মীরা হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ সব হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ইউপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের বিষয়টি উঠে এসেছে আলোচনায়।
বিজ্ঞাপন
নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়ে রোববার (১৬ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেন নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের আরেক স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান হাবীব। সংবাদ সম্মেলন থেকে অবাধ, সুষ্ঠু নির্বাচন দাবি করে নির্বাচন কমিশন, প্রশাসন ও স্থানীয় সাংসদ সালমান এফ রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এদিকে দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ হান্নান বলেন, শনিবার উপজেলা পরিষদের মিটিং শেষে বাড়ি ফেরার পথে নয়াবাড়ী ইউনিয়নের আন্তা এলাকায় পৌঁছালে আমার গাড়ির গতিরোধ করে আওয়ামী লীগ প্রার্থী তৈয়বুর রহমান তরুণ ও তার সমর্থকরা। এ সময় আমার ওপর হামলা করে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এ ব্যাপারে দোহারের নয়াবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তৈয়বুর রহমান তরুণ ও নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী পলাশ চৌধুরীর দাবি, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সালাহউদ্দিন মঞ্জু বলেন, স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযোগ সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচকে