নাসিক নির্বাচন
প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ সদস্য মোতায়েন
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। শীতলক্ষ্যার পাড়ের ভোটের উত্তাপ রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। সর্বত্রই একই প্রশ্ন, লড়াইয়ে জিতবেন কে।
হুদা কমিশনের বিদায়ের আগে এটাই সবচেয়ে বড় নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে কমিশন। আর এ কারণেই নাসিক ভোটের মাঠ নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে প্রশাসন। প্রতি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর ২৬ সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
ইসি’র জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম-সচিব) বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৯২টি ভোটকেন্দ্রে থাকবে। আর এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজারের বেশি সদস্য নিয়োজিত থাকবেন। এক্ষেত্রে প্রতি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৬ জন করে থাকবেন।
তিনি বলেন, ১৯২টি ভোটকেন্দ্রের প্রতিটিতে একজন এসআইয়ের নেতৃতে পাঁচজন পুলিশ সদস্য থাকবেন। এছাড়াও আটজন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়া পুলিশের ২৭টি ইউনিট স্ট্রাইকিং ফোর্স ছাড়াও পুলিশের মোবাইল টিম থাকবে ৬৪টি, প্রতি টিমে সদস্য থাকবেন পাঁচজন।
এছাড়া র্যাবের স্ট্রাইকিং ফোর্স থাকবে তিনটি, চেকপোস্ট থাকবে ছয়টি, টহল টিম থাকবে সাতটি; স্ট্যাটিক টিম থাকবে দুটি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৪ প্লাটুন সদস্যও থাকবে।
ইসি জানায়, নারায়ণগঞ্জে আলাদা কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। যেকোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ার আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। নারায়ণগঞ্জের সব ভোটকেন্দ্রই বিশেষ বিবেচনায় রাখা হয়েছে।
এসআর/আরএইচ