১৫ হাজার টাকায় প্রাইভেটকারে মাদক পৌঁছে দিতেন তারা
রাজধানীর খিলক্ষেতে অভিযান চালিয়ে ৭২০ বোতল বিদেশি মদ ও দুটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, আটকরা মাদক কারবারি। তারা মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে প্রাইভেটকারে করে কাঙ্ক্ষিত জায়গায় মাদক সরবরাহ করত।
বিজ্ঞাপন
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন, শনিবার (১৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ জানতে পারে, কতিপয় মাদক কারবারি নারায়ণগঞ্জ থেকে প্রাইভেটকারে করে বিদেশি মদসহ রাজধানীর উত্তরার দিকে আসছে।
ওই সংবাদের ভিত্তিতে এক দল ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পার্শ্বে নিকুঞ্জ-২-এর সিএনজি রিফুয়েলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২০ বোতল বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
অন্যদিকে, র্যাব-১ এর অপর একটি দল শনিবার সকাল ৮টার দিকে লা মেরিডিয়ানের সামনে চেকপোস্ট স্থাপন করে মাদক কারবারি মো. লিটনকে (৪২) আটক করে। এ সময় ৩০০ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, আটকরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা পেশায় প্রাইভেটকার ড্রাইভার। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবার ও মাদক পরিবহনের সঙ্গে জড়িত। তারা মাদক কারবারিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক কারবারিদের নিকট সরবরাহ করত।
তারা দীর্ঘদিন যাবত মাদক কারবার ও মাদক পরিবহন করে আসছিল বলে জানা গেছে। মাদকের চালান প্রতি তারা ১০-১৫ হাজার টাকা নিতেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/ওএফ