বর্জ্য ব্যবস্থাপনার কাজে গতি আনতে ১০ পরিচ্ছন্ন পরিদর্শককে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (১৪ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পরিচ্ছন্ন পরিদর্শক আমিনুর রহমানকে নিজ দায়িত্বের পাশাপাশি অঞ্চল ৫ এর পরিচ্ছন্ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সাধন চন্দ্র কেশকে অঞ্চল ৩ এর দায়িত্ব, মাছুম হোসেনকে অঞ্চল ৪ এর দায়িত্ব, আবুল হাসেমকে অঞ্চল ১ এর দায়িত্ব, মোহাম্মদ বেনজীর আহম্মেদকে অঞ্চল ৩ এর দায়িত্ব, আবু ইউনুসকে অঞ্চল ১ এর দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি পরিচ্ছন্ন পরিদর্শক হাবিব মো. আল আহসানকে নিজ দায়িত্বসহ বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে মোহাম্মদ শহীদুল ইসলামকে অঞ্চল ৫ এর দায়িত্ব, রাকিব হাসানকে অঞ্চল ৪ এর দায়িত্ব এবং মোহাম্মদ ফরহাদ হোসেনকে নিজ দায়িত্ব সহ অঞ্চল ২ এর দায়িত্ব দেওয়া হয়েছে।

এএসএস/এসকেডি