সার্ভেয়ারের অবৈধ সম্পদ ৩০ লাখ টাকা!
সম্পদের তথ্য গোপনসহ ৩০ লাখ ৭০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার মো. আতাউর রহমানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী শিগগিরই মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখার সার্ভেয়ার মো. আতাউর রহমান, বর্তমানে তিনি প্রেষণে কেরানীগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত।
আতাউরের দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১১ লাখ ১৮ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায় দুদকের অনুসন্ধানে। সম্পদের তথ্য গোপনসহ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ মোট ৩০ লাখ ৭০ হাজার ৪৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য-উপাত্ত পাওয়া যায় অনুসন্ধানে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/আরএইচ