চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৪০ শতাংশ।

বুধবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার  (১১ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২০৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ১ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষা করে ২২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৪৮ জনের মধ্যে সাতকানিয়ার ৬, বাঁশখালী ২, পটিয়া ১, বোয়ালখালীতে ১, রাঙ্গুনিয়ায় ৫, রাউজানে ৮, ফটিকছড়িতে ৮, হাটহাজারীতে ১২, সীতাকুণ্ডে ২ ও মিরসরাই  উপজেলার ৩ জন বাসিন্দা রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার ৬৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৫ হাজার ১২৫ জন। বাকি ২৮ হাজার ৫০৭ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৫ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

কেএম/জেডএস