চট্টগ্রামে নতুন করে আরও ১১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮৫ শতাংশ। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

সোমবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ১০১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৮ জনের মধ্যে সাতকানিয়ার একজন, বাঁশখালীতে একজন, আনোয়ারায় ৩, পটিয়ার ৪, বোয়ালখালীতে ২, রাঙ্গুনিয়া ২, হাটহাজারীতে ৪ ও সীতাকুণ্ড উপজেলার দুজন বাসিন্দা রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজার  ২০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৭৬৪ জন। বাকি ২৮ হাজার ৪৩৯ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

কেএম/এসকেডি