জনস্বার্থে চলমান উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রায় ২ কিলোমিটার ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।

রোববার ডিএনসিসির অঞ্চল ৪ এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের মাজার রোড, দ্বিতীয় কলোনি, বর্ধনবাড়ী, দিয়াবাড়ী এবং অঞ্চল-৬ এর ৫১ নম্বর ওয়ার্ডের গাউসুল আজম এভিনিউ এলাকায় অভিযান চালানো হয়। জরিমানা আদায়ের পাশাপাশি তিনটি মামলা দায়ের করা হয়েছে।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী (অঞ্চল-৪) ও সাজিয়া আফরীন (অঞ্চল-৬) অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত ওই দুটি অঞ্চলের প্রায় ৯৫টি ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকানপাট পরিদর্শন করেন। রাস্তায় মালামাল রেখে পথচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় সরকার (ঢাকা উত্তর সিটি করপোরেশন) আইন-২০০৯ এর ৩ ও ৭ ধারায় এ জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাজার রোড, দ্বিতীয় কলোনি, বর্ধনবাড়ী, দিয়াবাড়ী এবং গাউসুল আজম এভিনিউ এলাকার প্রায় দুই কিলোমিটার ফুটপাত দখলমুক্ত করা হয়। এসময় ‘সবার ঢাকা’ অ্যাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে নয়টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। অভিযানে অঞ্চল-৪ ও ৬ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএসএস/আরএইচ