তিন দশকের আক্ষেপ, অবশেষে পদোন্নতি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট সহকারী (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন ৩৬ কনস্টেবল ও একজন নিরাপত্তারক্ষী।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে সাতজন কনস্টেবল পদে ছিলেন ৩৪ বছর ধরে। তারা হলেন, রকিব উদ্দিন, মো. সিরাজ উদ্দিন, এস এম রুস্তম আলী, সফিউল আলম খান, মো. আশরাফুল আলম সিদ্দিকী, মো. আনোয়ার হোসেন ও মো. মাসুদ হাসান।
বিজ্ঞাপন
দীর্ঘ ২৯ বছর পর কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন, কনস্টেবল মো. হাসান কবির খান, মো. আলী আহসান কবির, মাকসুদুর রহমান, মো. তাজুল ইসলাম, মো. নুর হোসেন মুন্সি, মো. নুরুল ইসলাম, মো. ফিরোজ আলম, মো. জহুরুল হক, মো. আনিছুর রহমান, মো. রাকিব উদ্দিন খান পাঠান, মো. আকমাল আলী, মো. জামাল হোসেন, মো. সাদেকুল আলম, মো. হারুনার রশীদ খান, মুনির আহমদ, আলীউজ্জামান শেখ, মো. আলমগীর হোসেন ও মো. গোলাম রব্বানী।
এটাই তাদের চাকরি জীবনে প্রথম পদোন্নতি। এত সময় পরে পদোন্নতি পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়েছেন।
রোববার (৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. জহির রায়হানের সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পদোন্নতি অন্যরা হলেন, সৈয়দ কবির হোসেন, মোহাম্মদ গোলাম মোস্তফা, শারমীন সুলতানা, মো. মিজানুর রহমান মল্লিক, মোহাম্মদ আবুবকর সিদ্দিক, মোহাম্মদ লিটন মিঞা, এ কে এম পারভেজ ভূঞা, মুহাম্মদ সাইফুর রহমান, মো. খাইরুল আলম, মো. সাকাওয়াত হোসেন, সিকদার মো. নুরনবী ও মো. আব্দুল ওয়াহিদ।
আরএম/আরএইচ