টিকা নিচ্ছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ক‌রোনার নতুন ধরন ওমিক্রন ইস্যুতে বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ভারত ভ্রমণ নিরুৎসাহিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

রোববার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে টিকার বুস্টার ডোজ নেন হাইক‌মিশনার। টিকা নেওয়া শে‌ষে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকালে এ নিরুৎসাহ দেন তিনি। 

দোরাইস্বামী ব‌লেন, ভারতে ওমিক্রন বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে।

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে আজ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন এ কর্মসূচীর উদ্বোধন ক‌রেন। 

শুরুর দিনে ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মালয়েশিয়া, ব্রাজিল, ভ্যাটিকান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার মি‌লি‌য়ে মোট ১৬০ জন কূটনী‌তিক করোনার টিকার বুস্টার ডোজ নি‌য়ে‌ছেন।

হাইকমিশনারের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীও ভারতে ভ্রমণ নিরুৎসা‌হিত ক‌রেছেন। তি‌নি সাংবাদিকদের ব‌লেন, ওমিক্রন ইস্যুতে আমরা নাগরিকদের ওভার বর্ডার চলাচলে নিরুৎসাহিত করছি। বিশেষ করে ভারতে। কারণ সেখানে করোনা সংক্রমণের হার খুবই বেশি।

এনআই/আরএইচ