রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৪৮৬৫ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ১৩০০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৬৭০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।

একই অপরাধে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়। সেসব আসামির বিরুদ্ধে ৪৬টি মামলা দেয় পুলিশ।

এআর/এমএইচএস