সীতাকুণ্ডে জাহাজ থেকে পড়ে নিরাপত্তা কর্মী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ থেকে নিচে পড়ে রনবিক্রম ত্রিপুরা (২৭) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মাদামবিবির হাট এস এল শিপ ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
রনবিক্রম ত্রিপুরা (২৭) খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার ধরেন্দ্র ত্রিপুরার ছেলে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জেলা পুলিশের দায়িত্বরত এএসআই আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ডিউটি চলাকালীন অসতর্কতাবশত জাহাজ থেকে পড়ে যান রনবিক্রম। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ, গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে জাহাজ-ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম নেতারা জানান, ২০২১ সালে এ শিল্পে দুর্ঘটনার শিকার হয়ে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন। আর ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ৮ বছরে কমপক্ষে ১১০ জন মারা গেছেন। দুই শতাধিক মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের অধিকাংশই স্থায়ীভাবে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
কেএম/এমএইচএস