ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) নবনির্বাচিত নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। আগামী এক বছর ডেইলি সানের নির্বাহী সম্পাদক রেজাউল করিম লোটাস এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ইউএনবির এ কে এম মঈনুদ্দিন।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাবের কার্যালয়ে সদ্য সাবেক সভাপতি চ্যানেল আইয়ের পান্থ রহমান দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন ক‌মি‌টির দ‌া‌য়িত্ব গ্রহ‌ণের পর ডিক্যাব লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো হয়। লোটাস-মঈনু‌দ্দি‌নের নেতৃ‌ত্বে সর্বসম্ম‌তিক্রমে ২৩ বছর পর ডিক্যাব লাউঞ্জে টানানো হ‌লো বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তি।

গত ৩০ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২২ সালের জন্য নতুন এ কার্যনির্বাহী কমিটির ঘোষণা করা হয়।

ডিক্যাবের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বাংলানিউজ টোয়েন্টিফোরের তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে বাংলাভিশনের ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ পদে স্পাইস টিভির এহসান জুয়েল, দফতর সম্পাদক পদে এটিএন নিউজের আশিকুর রহমান অপু দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী সদস্য পদে বার্তাটোয়েন্টিফোরের খুররম জামান, বাসসের তানজিম আনোয়ার, চ্যানেলটোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব, সময়ের আলোর এম এ কে জিলানী, দৈনিক জবাবদিহির আতিকুর রহমান দায়িত্ব পালন করবেন।

এনআই/আইএসএইচ