রেস্টুরেন্ট, শপিংমলের পাশাপাশি বিমান, ট্রেন এবং লঞ্চে উঠতে গেলেও ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করার চিন্তা করছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি এ কথা জানান। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘রেস্টুরেন্ট, শপিংমল, প্লেন, ট্রেন এবং লঞ্চে যারা উঠবে, তাদের একটা টাইম দিয়ে ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কেউ যাতে না ওঠে। সেরকম একটি চিন্তা-ভাবনার দিকে যেতে হবে।’ 

‘অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। আমাদের টেকনিক্যাল কমিটি আছে, তাদের সঙ্গে দুই-একদিনের মধ্যে আলোচনা করে এটা একটা সময় দিয়ে ইনশাআল্লাহ আমরা একটা অর্ডার করে দিচ্ছি।’ 

বাড়ির বাইরে কোনো অবস্থাতেই কেউ মাস্ক ছাড়া যেতে পারবে না বলেও জানান তিনি। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে এখন থেকেই প্রয়োজন হলে মোটিভেশনাল এবং প্রমোশনাল কাজ করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বা মোবাইল কোর্টের মাধ্যমে এটি বাস্তবায়ন করার চেষ্টা করা হবে।’

এসএইচআর/এসএম