বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়া লিলি নিকলসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন। ঘোষণায় হাইকমিশন জানিয়েছে, শিগগিরই নতুন হাইকমিশনারকে ঢাকায় স্বাগত জানাতে উন্মুখ হাইকমিশন।

বুধবার (৫ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন।

হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, কানাডিয়ান হাইকমিশন আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে লিলি নিকলস বাংলাদেশে পরবর্তী কানাডিয়ান হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি বেনোই প্রেফনটেইনের স্থলাভিষিক্ত হবেন।

নতুন হাইকমিশনারের আন্তর্জাতিক বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। তার কর্মজীবন ছয়টি মহাদেশে বিস্তৃত এবং সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং সুশীল সমাজে নেতৃত্বের ভূমিকা অন্তর্ভুক্ত করেছে। সম্প্রতি লিলি ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত পানামায় কানাডার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৩ ডিসেম্বর কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জলি ঢাকাসহ মোট ১৭ জন কূটনীতিকের নতুন দায়িত্ব ঘোষণা করেন। সেই ঘোষণায় জানানো হয়, লিলি নিকলস হচ্ছেন ঢাকায় কানাডার পরবর্তী রাষ্ট্রদূত।

কূটনীতিক লিলি ১৯৯৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমি অ্যান্ড পলিটিকাল সায়েন্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৯ সালে ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৮৭ সালে কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।

এনআই/এসএসএইচ