আনোয়ারায় ভোট কেন্দ্রের বাইরে সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ৭ নম্বর সিংহরা ওয়ার্ডে দুই মেম্বর প্রার্থীর সংঘর্ষে অংকর দত্ত (৩৮) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত অংকুর সিহংরা গ্রামের দত্ত বাড়ির নেপাল দত্তের ছেলে এবং টিউবয়েল প্রতীকের মেম্বর প্রার্থী ধনঞ্জয় বিশ্বাসের সমর্থক ছিলেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।
আলাউদ্দিন তালুকদার বলেন, অংকুর দত্তকে আপেল প্রতীকের মেম্বর প্রার্থীর লোকজন কেন্দ্রের বাইরে নিয়ে কিল-ঘুষি মারে। তাকে গুরুতর আহত অবস্থায় সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালী, আনোয়ারা ও চন্দনাইশ উপজেলার ২৪ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীতের তীব্রতা থাকলেও সকাল ৮টা থেকে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কেএম/এসএম