যাত্রা শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়। তৃণমূল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকারের ধারাবাহিকতায় দুদকের পরিসর বৃদ্ধি করার সিদ্ধান্তে নতুন এই কার্যালয় চালু হলো। কক্সবাজার ও বান্দরবান জেলাকে নিয়ে সংস্থাটির কক্সবাজার অফিসের যাত্রা শুরু হয়েছে। 

বুধবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে দুদক থেকে বিষয়টি জানানো হয়েছে। গত ২ জানুয়ারি (রোববার) দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক কার্যালয়টি উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় দুদক কমিশনার বলেন, বর্তমানে দুদকের সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। আপনারা আরও জেনে খুশি হবেন যে, কমিশনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে দুদকের সাংগঠনিক কাঠামোর পরিসর বাড়ানো হচ্ছে। খুব শিগগিরই দেশের আরো ১৩টি জেলায় কার্যালয় স্থাপন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এর ফলে জনগণ আরো সহজে দুর্নীতির অভিযোগ পৌঁছাতে সক্ষম হবেন এবং দুর্নীতিবাজদের মনে ভীতির সঞ্চার হবে। দুর্নীতি দমন কমিশন কোনো দুর্নীতিবাজদের ছাড় দেয় না, ভবিষ্যতেও দেবে না। 

তিনি বলেন, সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়। এই অর্থ যেন যথাযথভাবে ব্যবহার হয় সেদিকে নজর রাখবে দুদক। এক্ষেত্রে দুদকের কোনো গাফিলতি যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখা হবে।

গত বছরের ৬ অক্টোবর কক্সবাজার ও বান্দরবান জেলা নিয়ে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় স্থাপনের ঘোষণা আসে। এরপর গত ১ নভেম্বর আরও ১৩টি জেলা কার্যালয় স্থাপন ও চালুর অনুমোদন দেওয়া হয়। এগুলো হলো- নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ), গাজীপুর (গাজীপুর ও নরসিংদী), মাদারীপুর (মাদারীপুর ও শরীয়তপুর), গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর (জামালপুর ও শেরপুর), নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট), কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট), চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর), বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা), ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা) ও পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি) সমন্বিত জেলা কার্যালয়।

চলমান ২২টি সমন্বিত জেলা কার্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে এই ১৪টি সমন্বিত জেলা কার্যালয়। এতে করে মোট ৩৬ জেলায় সমন্বিত জেলা কার্যালয়ের মাধ্যমে দুদক কার্যক্রম পরিচালনা করবে।

আরএম/জেডএস