চট্টগ্রামে ৩৫ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সোমবার (৩ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ২৩ জন।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৩৩ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি দুই জন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৭১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৩৩৩ জন। বাকি ২৮ হাজার ৩৮৩ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
কেএম/জেডএস