নিউ প্রচেষ্টা মাল্টিপারপাসে লুটপাটে ৫ জনের বিরুদ্ধে মামলা
১৩ জন গ্রাহকের ৬ লাখ টাকা আত্মসাতে নিউ প্রচেষ্টা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি ও সেক্রেটারিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মামলার আসামিরা হলেন- নিউ প্রচেষ্টা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি মো. বশির আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, ম্যানেজার মো. ইয়াছিনুর রহমান অপু, ক্যাশিয়ার মো. রমজান আলী ও সেক্রেটারি মোস্তফা জামাল সজিব।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিউ প্রচেষ্টা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের বহুমুখী সমবায় সমিতি হিসেবে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান। যার কার্যালয় মগবাজারের নয়াটোলায়। সমিতির সভাপতি মো. বশির আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, ম্যানেজার মো. ইয়াছিনুর রহমান অপু, ক্যাশিয়ার মো. রমজান আলী ও সেক্রেটারি মোস্তফা জামাল সজিব পরস্পর যোগসাজশে সমিতির ১৩ জন সদস্যর মোট ২৮টি পাস বাহির মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাঁদা/টাকা জমা নিয়ে তা গ্রাহকদেরকে ফেরত না দিয়ে আত্মসাৎ করেছেন। ২০১৪ সাল ১০ ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আসামিরা দায়িত্ব পালনের সময় সমিতির ১৩ জন সদস্যের মোট ৬ লাখ ৫ হাজার ৪০০ টাকা গ্রহণ করে তা হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/জেডএস