চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) আইসিইউ সুবিধাসহ অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। রোববার (২ জানুয়ারি) চট্টগ্রামের নগর ভবনে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী চসিক মেয়র রেজাউল করিমের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।

এসময় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বছরের শুরুতে বন্ধুপ্রতীম রাষ্ট্রের কাছ থেকে উপহার পাওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। এ ধরনের উপহার যে কাউকে আনন্দিত করবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের মার্চে বাংলাদেশ সফরকালে ১১৯টি বিশেষায়িত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার কথা বলেছিলেন। যার ধারাবাহিকতায় চসিক এ অ্যাম্বুলেন্স উপহার পেল। অ্যাম্বুলন্সেটিতে আইসিইউ সুবিধাসহ ট্রমা রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে চট্টগ্রাম ভারতীয় সহকারী হাইকমিশনার অফিস সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরও বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র। প্রতিবেশী হিসেবে একটি রাষ্ট্রের যে ভূমিকা রাখা প্রয়োজন অতীতেও ভারত তা রেখেছে। যার প্রমাণ আমরা ৭১-এ পেয়েছি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি প্রতিবেশী দেশ হিসেবে যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন তা ভারত-বাংলাদেশ দু’দেশের মধ্যে আগামীতেও বিরাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, স্বাধীনতা যুদ্ধে পাশে থাকা প্রতিবেশী দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতে ভারত সরকার আনন্দিত। আমরা যে অ্যাম্বুলেন্সটি উপহার দিলাম তাতে নতুন অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি রয়েছে। এটি রোগীদের মানসম্মত জরুরি সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানে প্যারামেডিক এবং প্রশিক্ষণপ্রাপ্তদের সাহায্য করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম। বক্তব্য রাখেন সচিব খালেদ মাহমুদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

কেএম/এসএসএইচ