চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া এলাকায় ভটভটি উল্টে চালক ও হেলপার মারা গেছেন। বুধবার দুপুরের দিকে আবুতোরাব বাজারের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। 

তিনি বলেন, রাস্তা ফাঁকা থাকায় ভটভটিটি দ্রুতগতিতে চলছিল। এতে ভটভটটি উল্টে যায়। ঘটনাস্থলেই একজন  মারা যান। হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলোর শুক্কুর (৩৩) ও মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের মো. মোশাররফ হেসেন বাবলু (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবুতোরাব বাজার থেকে ওই ভটভটি সিমেন্ট বোঝাই করে মিরসরাই ইকোনমিক জোনের দিকে যাচ্ছিল। ভটভটিটি মাস্টারপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেওয়ালে গিয়ে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে চালক ও  হেলপার চাপা পড়েন। শুক্কুর ঘটনাস্থলেই মারা যান। বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেএম/আরএইচ