মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের বক্তব্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নিতে বিভিন্ন সময়ে মাউশিকে ২৪০টি চিঠি দেয় দুদক। 
এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে কি না সে বিষয়ে জানতে তাকে তলব করা হয়।
 
বুধবার (২৯ ডিসেম্বর) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিশেষ দল তার বক্তব্য নিচ্ছেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে দুদকের কাছে মাউশি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে। এর মধ্যে অনেক অভিযোগ দুদকের তফসিলভুক্ত নয়। ওইসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মাউশি মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়। এসব চিঠির ব্যাপারেই মহাপরিচালকের কাছে বক্তব্য জানতে চায় দুদক।

আরএম/জেডএস