চট্টগ্রামে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু
করোনা সংক্রমণ প্রতিরোধে আনুষ্ঠানিকভাবে দেশে বুস্টার ডোজ টিকা প্রয়োগ শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী উপজেলার ষাটোর্ধ বয়সী ব্যক্তিদের টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। একইসঙ্গে জেলার ফ্রন্টলাইনাররাও করোনা টিকার বুস্টার ডোজ পাচ্ছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাব্যসাচী নাথ ঢাকা পোস্টকে বলেন, পটিয়া ও কর্ণফুলী উপজেলায় করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ সীমিত পরিসরে শুরু হয়েছে। ষাটোর্ধ নাগরিকদের প্রথমে বুস্টার ডোজ টিকা দেওয়া হচ্ছে। এছাড়া ফ্রন্টলাইনারদেরও বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। প্রথম দিন ২০০ মানুষকে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, যারা বুস্টার ডোজ টিকা পাবেন তাদের এসএমএস দেওয়া হচ্ছে। এছাড়াও যারা বেশি বয়স্ক তারা টিকা কার্ড নিয়ে আসলে তাদেরও টিকা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই দুই উপজেলা দিয়ে শুরু হলেও ধীরে ধীরে চট্টগ্রাম নগর ও বাকি সব উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।
এর আগে, গত ১৯ ডিসেম্বর করোনার নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় দেশে বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
কেএম/এমএইচএস