আটিয়া ইউপি ভোটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ
টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়ায় আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির আইন শাখার উপ-সচিব আফরোজা শিউলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করেছে ইসি।
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬-তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে। পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন।
বিজ্ঞাপন
এ লক্ষ্যে আটিয়া ইউপিতে ভোট সুষ্ঠু করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
ইসি জানায়, এই ইউপিতে জুডিশিয়াল সার্ভিসের একজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভোটগ্রহণের পূর্বের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন অর্থাৎ ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিনের জন্য প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকারকে নিয়োগ দিয়েছে ইসি।
এসআর/এমএইচএস