চট্টগ্রামে বৌদ্ধ বিহারে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

সোমবার বিকেলে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মাধ্যমে আসামিদের বিচার শুরু হলো। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির। তিনি বলেন, আগামী বছরের ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামীর  চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির। তিনি সাতকানিয়া–লোহাগড়া আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ছাড়াও আসামিদের তালিকায় রয়েছেন জামায়াত নেতা জাফর সাদেক। বাকিরা দলটির স্থানীয় নেতাকর্মী।

আদালত সূত্র জানায়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সাতকানিয়ার থানার চরতি ইউনিয়ন এলাকায় বৌদ্ধ বিহারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

এ ঘটনায় সাতকানিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৭ সালের ২২ জানুয়ারি চট্টগ্রামের শীর্ষ জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। 

কেএম/আরএইচ