ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে এবং আহতদের সরকারি খরচে সুচিকিৎসার দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে সেভ দ্য রোড নামে একটি সংগঠন।

রোববার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের নেতারা লঞ্চে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত, যে সব লঞ্চে অগ্নিনির্বাপন ব্যবস্থা রাখেনি এবং রিকন্ডিশন মেশিনে নির্মিত লঞ্চের রুট পারমিট বাতিলের আবেদন জানিয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর বলেন, সম্প্রতি ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা নৌমন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট যারা তদন্ত কমিটি গঠন করেছে তাদের উদ্দেশে বলব, এ ঘটনার সঙ্গে যে যে বিষয়গুলো জড়িত ছিল প্রত্যেকটি বের করে আনুন।

‘আমি মনে করি অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাড়তি থেকে এ ঘটনা ঘটেছে। আমাদের দাবি হচ্ছে, শিগগিরই দেশের যত নৌপরিবহন আছে প্রতিটিতে যেন অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয় এবং বিষয়টি তদারকি করার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা যেন কাজ করেন।’-- বলেন মেহেদী।

সংগঠনের মহাসচিব শান্তা ফারজানার সঞ্চালনায় এতে অংশ নেয় সংগঠনের ভাইস চেয়ারম্যান বিকাশ রায়সহ আরও অনেকে।

এনআই/এসএম