বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের খুঁজতে কমিশন গঠনের দাবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে জড়িতদের খুঁজে বের করার জন্য একটি জাতীয় কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় কমিশন গঠন বাস্তবায়ন দাবী কমিটি।
শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে কমিটির আহ্বায়ক এম.ডি.এন. মাইকেল এ দাবি জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকে জাতির পিতার আদর্শ বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতি করেছি। আমি মনে করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে জড়িতদের জাতীয় কমিশন গঠনের মাধ্যমে খুঁজে বের করা না গেলে এ দেশ, এ জাতি কখনোই অভিশাপ মুক্ত হবে না।
তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যদি বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িতদের জাতীয় কমিশনের মাধ্যমে খুঁজে বের না করা যায়, তাহলে ইতিহাস কখনও আমাদের ক্ষমা করবে না। জাতি এ অভিশাপ মুক্ত হবে না।
মানববন্ধনে কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এমএইচএন/এসএসএইচ