ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও চার জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) ভোরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- আল নোমান আলিফ (১৯), তানজিল হেসেন তুষার (১৯), তৌহিদুল হক (৪৫) ও বশির (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, এমভি অভিযান লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে আল নোমান আলিফের শরীরের ১ শতাংশ, তানজিল হেসেন তুষারের ৪ শতাংশ, তৌহিদুল হকের শরীরের ২ শতাংশ ও বশিরের শরীরের ৬ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে।

তিনি আরও বলেন, জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। এখন পর্যন্ত আমাদের এখানে মোট ২১ জন দগ্ধ হয়ে এসেছিলেন। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং এক জনকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

এসএএ/এমএইচএস