রাজধানীতে ফের ‘ধর্ষণের’ পর হত্যার অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের বাবা মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
রোববার (৩১ জানুয়ারি) মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ ঢাকা পোস্ট-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘গত ২৯ জানুয়ারি ভিকটিম ও তার ছেলে বন্ধু মোহাম্মদপুরের একটি রেস্তোরাঁয় গিয়ে মদ্যপান করেন। ওই ছেলের ভাষ্যমতে, তারা ওইখানে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। পরে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার ওই বন্ধু মোহাম্মদপুরের একটি বাসায় আসেন। সেখানেও তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পরে ভিকটিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে তার ছেলে বন্ধু এবং ওই বাসার মালিক রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। ভিকটিমের শারীরিক অবস্থা অবনতি হলে আজ সকালে তিনি মারা যান।’
ওই তরুণী রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস অব বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা মো. আব্দুল লতিফ।
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই ভিকটিমের সহপাঠী। তারাও ইউল্যাবের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ ঢাকা পোস্ট-কে নিশ্চিত করেছেন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ভিকটিমের বাবা এই খবর পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছেন। থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে বন্ধুসহ তিনজনকে আটক করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। পরে এ ঘটনার বিস্তারিত জানানো হবে।’
এদিকে, গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানে একই ধরনের একটি ঘটনায় আনুশকা নূর আমিন নামের মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীর মৃত্যু হয়। সেদিন বান্ধবীর বাসায় জন্মদিন পালন করতে যায় আনুশকা। সেখানেই শারীরিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই ঘটনায় কলাবাগান থানায় মামলা করেন আনুশকার বাবা। আসামি ইফতেখার ফারদিন দিহান বর্তমানে কারাগারে রয়েছে।
এমএসি/এফআর