বাস রুট রেশনালাইজেশনে সম্পৃক্ত চালকদের প্রশিক্ষণ
চলতি ডিসেম্বরের ২৬ তারিখে ‘ঘাটারচর-কাঁচপুর’ রুটে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম। এ কার্যক্রমে সম্পৃক্ত চালক ও কাউন্টারম্যানদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।
শুক্রবার দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ডিটিসিএর সভাকক্ষে দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা রহমান এ ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপন করেন। বাসচালক ও কাউন্টারম্যান মিলিয়ে প্রশিক্ষণে মোট ৭০ জন অংশ নেন।
তিনি বলেন, চারটি সেশনে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম, গণপরিবহন ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে করণীয়, ট্রাফিক সাইন, সিগন্যাল ও মার্কিং পরিচিতি এবং সড়ক পরিবহন সংক্রান্ত আইন, নীতিমালা ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণার্থী চালকদের ধারণা দেওয়া হয়।
এছাড়াও ২২ জন কাউন্টারম্যানকে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
এএসএস/আরএইচ