রিসোর্ট থেকে ফিরে এশিয়াটিকের ২ কর্মীর ‘রহস্যজনক’ মৃত্যু
বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের সহযোগী প্রতিষ্ঠান ফোরথট পিআর (পাবলিক রিলেশন্স) নামক এজেন্সির দুই কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- শিহাব জহির ও কায়সার আহমেদ। রোববার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। এশিয়াটিকের মুখপাত্র মাইন্ডশেয়ার বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ঢাকা পোস্ট-কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘সকালে অফিসে এসে তাদের মৃত্যুর সংবাদ শুনলাম। ফোরথট আমাদের জানিয়েছে, কয়েকজন কর্মী নিজ উদ্যোগে গাজীপুরের সারাহ রিসোর্টে যান। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় দুজন মারা গেছেন। আরও কয়েকজন হাসপাতালে আছে শুনেছি।’
তিনি আরও বলেন, ‘এটা কর্মীদের ব্যক্তিগত ট্যুর ছিল। সেখানে কী হয়েছে সে বিষয়ে আমাদের জানা নেই। অফিসিয়াল ট্যুর হলে আমরা বলতে পারতাম। আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই।’
একই ঘটনায় অসুস্থ কমপক্ষে সাত জন রাজধানীর আয়শা মেমোরিয়াল, ইউনাইটেড হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতাল ও ল্যাবএইডে ভর্তি আছেন। ফোরথট পিআরের চেয়ারম্যান ছিলেন প্রয়াত অভিনেতা আলী যাকের।
এ বিষয়ে কথা হয় ফোরথট পিআরের দুই কর্মীর সঙ্গে। তবে তারা ঘটনার বিষয়ে কিছু স্পষ্ট করেননি। তারা জানান, এশিয়াটিক থেকে এ বিষয়ে ‘কথা বলতে নিষেধ’ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একইসঙ্গে সারাহ রিসোর্টে ঘুরতে যাওয়া এক কর্মী ঢাকা পোস্ট-কে বলেন, ‘শুক্রবার (২৯ জানুয়ারি) ফোরথট পিআরের ৪৩ জন কর্মী নিজেরাই আয়োজন করে সারা রিসোর্টে যায়। প্রতি চার বছরে একবার এ ধরনের একটি আয়োজন করেন তারা। সেখানে তারা মদ পানের পরিকল্পনা করেছিলেন। তবে ঢাকার কোনো বারে মদ না পেয়ে তারা গাজীপুরে গিয়ে স্থানীয় একজনকে দিয়ে মদ কিনে আনান। মদ খেয়ে ঢাকায় ফেরার পথে গাড়িতেই তারা অসুস্থ হয়ে পড়েন।’
ফোরথটের প্রধান নির্বাহী (সিইও) ইকরাম মঈন নিজেও অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
শেরেবাংলা নগর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি ঢাকা পোস্ট-কে বলেন, ‘পুলিশের কাছে কোনো অস্বাভাবিক মৃত্যুর সংবাদ নেই।’
এ বিষয়ে ফোরথটের নির্বাহী ভাইস চেয়ারম্যান সারা জাকের বলেন, ‘দুই সহকর্মীর মৃত্যুর সংবাদ শুনে আমরা অত্যন্ত মর্মাহত। আমরা সবাইকে অনুরোধ করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, নিহতদের পরিবারের সঙ্গে থাকুন। দুই সহকর্মীর স্মরণে প্রতিষ্ঠানটি রোববার ও সোমবার বন্ধ থাকবে।’
এআর/এফআর