রাজধানীর আসাদগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তার নাম আব্দুর রব (১৮)। 

তিনি ব্রাদার্স নামের একটি গাড়ির চালকের সহকারী ছিলেন। তাদের বাড়ি ভোলায়।

শেরেবাংলা নগর থানার এসআই মহেশ চন্দ্র সিংহ বলেন, শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুর রব।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসাদগেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হন আব্দুর রব। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আব্দুর রবের বড় ভাই রানা হাসপাতালে সাংবাদিকদের জানান, মোহাম্মদপুরের বাসা থেকে নিউমার্কেটে কেনাকাটার জন্য বের হয় আব্দুর রব।  পথে আসাদগেট এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার সঙ্গে থাকা টাকা-মোবাইল ছিনিয়ে নিতে চায়।

বাধা দিলে আব্দুর রবের পেটে ও পায়ে ছুরি দিয়ে আঘাত করে সঙ্গে থাকা তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করবেন বলে জানান এসআই মহেশ চন্দ্র।

জেইউ/ওএফ