২ মিনিটেই ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেন রাকিব
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে মো. রাকিব হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার (২২ ডিসেম্বর) তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, রাকিব অভিনব কায়দায় ইন্টারনেটের মাধ্যমে মাত্র দুই মিনিটে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ তৈরি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের ভুয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চট্টগ্রামের দক্ষিণ হালিশহর এলাকার সততা টেলিকম নামে একটি দোকানে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। তার দোকান তল্লাশি করে ভুয়া এনআইডি কার্ডসহ ভুয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়। রাকিব দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা ও জালিয়াতি করে আসছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামের ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/এসকেডি