রমনা থেকে এবিটির সক্রিয় সদস্য গ্রেফতার
রাজধানীর রমনা এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য মো. ফয়সাল আহমেদকে (২৩) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের সহকারী পুলিশ সুপার ওয়াহিদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
ওয়াহিদা পারভীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর রমনা পার্কের স্টার গেটের সামনে থেকে এবিটির ওই সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
তিনি বলেন, মো. ফয়সাল আহমেদ তার ফেসবুক আইডি ও অন্যান্য এনক্রিপ্টেড যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ থেকে ইসলামবিরোধী কাজ দূর করে যেকোনো মূল্যে কথিত ইসলামি খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে মতবাদ প্রচারের জন্য বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করত। সে অনলাইনে তার সহযোগীসহ একাধিক আইডির মাধ্যমে জিহাদ এবং দেশবিরোধী পরিকল্পনা করত। তার ফেসবুক আইডি 'ইমাম মাহদীর সৈনিক আমি (জিহাদ ফি সাবিলিল্লাহ)' এর মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ, অস্ত্র ও বোমা সংগ্রহের চেষ্টা করে আসছিল।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিমের' কার্যক্রম পরিচালনার মাধ্যমে সে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। তার ব্যবহৃত মোবাইল সেট থেকে লগইন অবস্থায় জিহাদের প্রস্তুতি বিষয়ক আলোচনা ও বাংলাদেশ সরকারবিরোধী ষড়যন্ত্র সংক্রান্তে বিভিন্ন লিংক পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসি/এসকেডি