স্বাস্থ্য অধিদফতরের সম্মানী প্রদানে ঘুষ, ফোন রেকর্ড দুদকে
মহাখালী স্বাস্থ্য অধিদফতরের পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রশিক্ষণের সম্মানী প্রদানে ঘুষের অভিযোগ উঠেছে। অফিস সহকারী আক্তার ঘুষ দাবি করেছেন এমন একটি ফোন রেকর্ড ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে এসেছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার (২২ ডিসেম্বর) মহাখালী স্বাস্থ্য অধিদফতরে দুদকের একটি টিম অভিযান চালায়। সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ এতে নেতৃত্ব দেন।
বিজ্ঞাপন
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ। তিনি ঢাকা পোস্টকে বলেন, দুদক এনফোর্সমেন্ট ইউনিটের একটি টিম অভিযানে যায়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তবে অফিস সহকারী আক্তারকে পাওয়া যায়নি।
অভিযান সূত্রে আরও জানা গেছে, পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রশিক্ষণের সম্মানী প্রদান বাবদ ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে এনফোর্সমেন্ট টিম। এ সময় এনএডিপির লাইন ডিরেক্টরের সঙ্গে দেখা করে ঘুষ চাওয়ার ফোন রেকর্ড শুনায় দুদক টিম।
অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট অফিস সহকারী আক্তারকে অফিসে পাওয়া যায়নি। তিনি বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত ছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ আইনি ব্যবস্থা নিতে অনুসন্ধান প্রতিবেদন কমিশনে জমা দেবে এনফোর্সমেন্ট টিম।
আরএম/এমএইচএস