কমছে না তাপমাত্রা, সিলেটে কালও বৃষ্টির আভাস
আগামী দু-তিন দিনে তাপমাত্রা কমার পূর্বাভাস নেই। বৃহস্পতিবার সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে। বুধবারও এ বিভাগে সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ আরিফ হোসেন ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।
দেশে শীতের মাত্রা বাড়বে কি না- জানতে চাইলে তিনি বলেন, আপাতত দু-তিন দিন তাপমাত্রা কমছে না। ফলে শীতের মাত্রাও বাড়ছে না। দেশের কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কম রয়েছে। সেসব জেলায় বেশি মাত্রায় শীত অনুভূত হচ্ছে।
বিজ্ঞাপন
তীব্র শৈত্যপ্রবাহের আভাস আপাতত নেই। ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন মালাক্কা প্রণালীতে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল ও লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে এবং বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আরএইচ/