চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ছেলের সামনে জাহাঙ্গীর আলম (৪৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মামলার প্রধান আসামি মো. রুবেল ও তার ভাই মোহাম্মদ ইয়াসিন। তারা কর্ণফুলী থানার চরলক্ষা এলাকার নাছির উদ্দিনের ছেলে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। তিনি বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলমকে হত্যার কথা স্বীকার করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর চট্টগ্রামের  কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় অটোরিকশার ভাড়া নিয়ে ভিকটিম জাহাঙ্গীর আলমের সঙ্গে সিএনজিচালক মো. ইয়াছিনের কাটাকাটি হয়। এক পর্যায়ে সিএনজিচালক মো. ইয়াছিন লোকজন নিয়ে আসার জন্য তার ভাই মো. রুবেলকে ফোন করে। রুবেল ও তার সহযোগী কিশোর গ্যাংয়ের সদস্যরা ঘটনাস্থলে এসে ছেলে মো. জানে আলমের সামনে পিতা জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান জাহাঙ্গীর। এ ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী মোছা. নুরতাজ বেগম বাদী হয়ে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ চপল বলেন, মামলা দায়েরের পর থেকেই র‌্যাব আসামিদের গ্রেফতারের লক্ষ্যে  ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারি, আসামিরা ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকায়  র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/এসকেডি