প্রাইভেটকার থেকে ৩৬ কেজি গাঁজা জব্দ, আটক ৩
চট্টগ্রামের হাটহাজারী থেকে প্রায় ৩৬ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। আটক করা হয় ৩ মাদক কারবারিকে।
রোববার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- মো. সালাউদ্দিন রাসেল (৩৬), নাজমুল হোসেন রিয়াদ (২৫) ও মনির হোসেন (৩২)।
বিজ্ঞাপন
সোমবার (২০ ডিসেম্বর) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, মাদক কারবারিরা প্রাইভেটকারে গাঁজা নিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিল।
এ সময় হাটহাজারীর মিরের হাট বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করছিলেন র্যাব সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে র্যাব সদস্যরা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক প্রাইভেটকারটি চেকপোস্টের সামনে দাঁড় করায়। এ সময় প্রাইভেটকার থেকে তিনজন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরে প্রাইভেটকারের পেছনের অংশ থেকে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটক হওয়া ব্যক্তিরা খাগড়াছড়ির বিভিন্ন মাদক কারবারির কাছ থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারিদের নিকট পাচার করত। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। আটক হওয়া তিনজনকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএম/আইএসএইচ/জেএস