আগুনে দগ্ধ ওয়ার্ড সচিব রিফাত মারা গেছেন
চট্টগ্রামের ইপিজেড থানার সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলায় বাতাসে উল্টে যাওয়া ব্যানার ঠিক করতে গিয়ে দগ্ধ রিফাত উদ্দিন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৯ নং হালিশহর ওয়ার্ডের সচিব ছিলেন।
সোমবার (২০ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার মুসলেহ উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। তিনি বলেন, ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়েছে। তাকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে। তার দাফন পারিবারিক কবরস্থান ফৌজদারহাট এলাকায় হবে।
গত বুধবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের ইপিজেড থানার সিটি করপোরেশনে মার্কেটের তৃতীয় তলায় বাতাসে উল্টে যাওয়া ব্যানার ঠিক করতে গিয়ে দগ্ধ হয়েছিলেন রিফাত।
সে সময় রিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা মো. শাকিল ঢাকা পোস্টকে বলেছিলেন, ১৫ ডিসেম্বর সকালের দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের হালিশহর ওয়ার্ডে একটি ব্যানার লাগানো হয়েছিল। রিফাত বিকেলের দিকে অফিসের নিচে নেমে দেখতে পান ব্যানারটি উল্টে গেছে। তখন তিনি উপরে উঠে বারান্দা দিয়ে একটি পাইপ নিয়ে ব্যানারটি ঠিক করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন তিনি। তাকে বুধবার রাতেই ঢাকায় নেওয়া হয়েছিল।
কেএম/জেডএস