যশোরে ফেলে যাওয়া সেই রোগীকে দেখতে ঢামেকে পুনাক সভানেত্রী
যশোর শহরের রেলগেট এলাকায় ফেলে যাওয়া শাহজালাল (৭০) নামে সেই বৃদ্ধ রোগীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে গিয়েছিলেন আইজিপির সহধর্মিণী ও পুনাক সভানেত্রী জীশান মীর্জা।
সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ৫ম তলায় ভর্তি শাহজামালের খোঁজ খবর নেন তিনি। এ সময় তিনি শাহজামালের সঙ্গে কথা বলেন এবং উপহার সামগ্রী দেন।
বিজ্ঞাপন
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুনাক সভানেত্রী বলেন, গত ২১ নভেম্বর যশোরে রেলগেট এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধকে ফেলে যাওয়া হয়েছে এমন একটি খবর আমাদের দৃষ্টিতে আসে। পরে আমরা যশোরের পুলিশ সুপারের সহযোগিতায় তাকে ঢাকা নিয়ে আসি। প্রথমে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলের মেডিসিন এবং এরপর বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে রোগীর যে অবস্থা আপনারা দেখছেন তখন আসলে এমন ছিল না। তার শরীর মল-মূত্র দিয়ে ভরা ছিল। এখন তিনি নাম বলতে পারছেন, বাড়ি কোথায় সেটাও বলতে পারছেন। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। আমি আমাদের পুলিশ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানাই।
রোগীর বর্তমান অবস্থা নিয়ে ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিধান সরকার ঢাকা পোস্টকে বলেন, রোগীর বর্তমান অবস্থা অনেক ভালো। আমাদের কাছে জেনারেল সার্জারি থেকে রেফার্ড করা হয়। এরপর আমরা চিকিৎসা শুরু করি। প্রথমে তিনি কাউকে চিনতে পারছিলেন না। তার মধ্যে উগ্রতা ভাব ছিল, হাত-পা ছোটাছুটি করতেন। পরে আমরা একজন মানসিক ডাক্তার দেখাই। তিনি ঔষধ খাওয়ার পর অনেকটা স্বাভাবিক হয়ে গেছেন। উগ্রতা ও হাত-পা ছোটাছুটি বন্ধ হয়ে গেছে। নাম বলতে পারছেন, বাড়ি কোথায় সেটাও বলতে পারছেন।
তিনি আরও বলেন, তার পশ্চাৎদেশ ও পেটে ক্ষত আছে। তার শরীরে হিমোগ্লোবিন কম। আমরা রক্ত ট্রন্সফিউশন করব। এরপর আমরা অপারেশনে যাব। পুনাকের সভানেত্রী তার খোঁজ খবর নিচ্ছেন এবং সহযোগিতা করছেন। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এসএএ/এসএসএইচ