‘বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে গভীর সমুদ্রবন্দর’
মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরের কারণে বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা। তিনি বলেন, এই সমুদ্রবন্দর বিদেশি বিনিয়োগ আকর্ষণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
আজ রোববার (১৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেম্বার কার্যালয়ে ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সময় উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসিয়ানভূক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ফিলিপাইনকে যোগাযোগের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা যেতে পারে বলেও মন্তব্য করেন এই রাষ্ট্রদূত। বাংলাদেশের বিশাল বাজার এবং উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা বলেন, এদেশ থেকে ফিলিপাইনের অনেক কিছু শিক্ষণীয় আছে। এছাড়া বেসরকারি খাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির কথাও জানান তিনি।
এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম উভয় দেশের বেসরকারি খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সরাসরি ফ্লাইট চালু করার লক্ষ্যে রাষ্ট্রদূতের ব্যক্তিগত উদ্যোগ কামনা করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শিল্প নগরে চীন, জাপান, ভারত, সৌদি আরবসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করছে। আশা করছি ফিলিপাইন বিনিয়োগ করবে। বাংলাদেশ থেকে অধিক পরিমাণে পণ্য আমদানির অনুরোধ জানান চেম্বার সভাপতি।
মতবিনিময়ের আগে ফিলিপাইনের রাষ্ট্রদূত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পার্মানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।
কেএম/এইচকে